পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া উপজেলার সর্বস্তরের জনগণকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করা হয়েছে। আজ মঙ্গলবার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনার দেয়া এক শুভেচ্ছা বার্তায় এই কথা বলা হয়েছে।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেছেন, ঈদের এই অনাবিল আনন্দ ও পবিত্রতা ছড়িয়ে পড়ুক আখাউড়া উপজেলার সকল ঘরে ঘরে।
তিনি আরো বলেন, টানা একমাস সিয়াম সাধনার পর আনন্দ আর খুশির বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উদযাপনের মাধ্যমে মনের হিংসা, বিদ্বেষ, ক্রোধ দূর করে গড়ে তুলি এক সুন্দর অনাবিল সমাজ। গড়ে তুলি সৌর্হাদ্য ও সম্প্রীতির বন্ধন।
তিনি আরো বলেন, ঈদের নামাজে সবাই মিলে পরম করুণাময় মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বাংলাদেশ উন্নয়নে আরও সাফল্য লাভ করে। আগামী দিনে সবাই সম্মিলিতভাবে যুক্ত হই সরকারের উন্নয়ন কর্মকান্ডে।
সবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা আখাউড়া উপজেলার সর্বস্তরের মানুষকে ঈদ মোবারক জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com