আগামীকাল রোববার বাংলাদেশ টেলিভিশ উপজেলা শিল্পকলা একাডেমি আখাউড়ার শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন সম্প্রচার করবে। দুপুর ২টায় বাংলাদেশ টেলিভিশনের পর্দায় ‘প্রজন্ম থেকে প্রজন্ম’ অনুষ্ঠানে আখাউড়ার ৬ কৃতি শিশু সন্তানকে দেখা যাবে। উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ‘আখাউড়ার সন্তানদের এই অনুষ্ঠান দেখার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।
জানাগেছে, বাংলাদেশ টেলিভিশনের ‘প্রজন্ম থেকে প্রজন্ম’ অনুষ্ঠানে সম্প্রচারের জন্য উপজেলার শিল্পকলা একাডেমি আখাউড়ার ৬জন নৃত্য শিল্পীর নৃত্য পরিবেশন সোমবার বাংলাদেশে টেলিভিশনে রেকর্ড হয়। আগামীকাল রোববার ১৮ মার্চ দুপুর ২টায় এই নৃত্য পরিবেশন সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
দেশের খ্যাতনামা গায়িকা সাবিনা ইয়াসমিনের কন্ঠে
‘’ একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার’’
এই দেশাত্ববোধক গানের সাথে উপজেলা শিল্পকলা একাডেমি আখাউড়ার শিক্ষার্থী মনামী, আদিবা, তানহা, পুনম, অঙ্কিতা ও লোপা নৃত্যে পরিবেশন করবে।
উপজেলা শিল্পীকলা একাডেমি আখাউড়ার মাধ্যমে আখাউড়ার সন্তানরা দ্রুত এগিয়ে যাচ্ছে সামনের দিকে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ শামছুজ্জামানের ঐকান্তিক প্রচেষ্টায় তা সম্ভব হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিভাবকরা জানায়।
এদিকে আরো জানাগেছে, উপজেলা শিল্পকলা একাডেমি আখাউড়া থেকে সঙ্গীতের একটি টিমকে প্রস্তুত করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনে অংশগ্রহনের জন্য। ইতিমধ্যে উপজেলা শিল্পকলা একাডেমি আখাউড়ার শিক্ষার্থীরা বিদেশেও প্রতিযোগীতায় অংশগ্রহন করে সাফল্য অর্জন করেছে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com