ব্রেকিং

x

আখাউড়ার শীর্ষ মাদক সম্রাট কামাল আটক। ২৪০০ ইয়াবা উদ্ধার

বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | ৮:২১ অপরাহ্ণ

আখাউড়ার শীর্ষ মাদক সম্রাট কামাল আটক। ২৪০০ ইয়াবা উদ্ধার

আখাউড়ার শীর্ষ মাদক সম্রাট মো: কামাল হোসেন (৪০)কে কসবা পুলিশ আটক করেছে। ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ তাকে আজ বৃহস্প্রতিবার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল আখাউড়া মনিয়ন্দ হরিপুর গ্রামের খলিল মিয়ার পুত্র।


কসবা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বৃহস্প্রতিবার সকালে উপজেলার গোপিনাথপুর গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় ঝগির রাস্তায় শীর্ষ মাদক ব্যবসায়ী কামাল হোসেনকে আটক করে পুলিশ তল্লাশী চালায় । তল্লাশীর সময় তার কাছ থেকে পলিথিন ভর্তি ২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার হয়। কসবা থানার এস আই আব্দুর রহিম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কসবা থানায় মামলা দায়ের করেছে।


এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল মালেক জানায়, পুলিশ মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। কসবা উপজেলা মাদকমুক্ত হওয়ার আগ পর্যন্ত মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!