ব্রেকিং

x

আখাউড়ার বাইপাস চত্বরকে সিরাজুল হকের নামে করার দাবি

বুধবার, ০৮ আগস্ট ২০১৮ | ৯:৩৯ অপরাহ্ণ

আখাউড়ার বাইপাস চত্বরকে সিরাজুল হকের নামে করার দাবি

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর-চিনাইর-আখাউড়া সড়কের আখাউড়ার নারায়ণপুর বাইপাস চত্বরকে দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম অ্যাডভোকেট সিরাজুল হক বাচ্চুর নামে নামকরণের দাবি জানানো হয়েছে।  আজ বুধবার সকালে আখাউড়া উপজেলা ছাত্রলীগের কয়েক নেতা এ সংক্রান্ত একটি দাবি আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের কাছে লিখিতভাবে তুলে ধরেন। এতে ওই এলাকায় সিরাজুল হকের প্রতিকৃতি স্থাপনেরও দাবি তুলা হয়। এছাড়া রেলওয়ে উচ্চ বিদ্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থপানের দাবিও জানানো হয়। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান নাঈম, আখাউড়া পৌরসভা ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহিন ও  লোকমান মিয়া আখাউড়া ছাত্রলীগের পক্ষে এই লিখিত দাবীতে স্বাক্ষর করেন। ছাত্রলীগ নেতা মহিউদ্দিন মাহিন জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে মেয়র আশ্বস্থ করেছেন।


এখানে উল্লেখ্য, সিরাজুল হক হলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি’র বাবা।


 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!