ব্রেকিং

x

আখাউড়ার দুই মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক

বুধবার, ৩০ মে ২০১৮ | ১১:৩৬ অপরাহ্ণ

আখাউড়ার দুই মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ আটক

মাদকদ্রব্যসহ আখাউড়া রানীখার গ্রামের ব্রাজিল সমর্থক মো: কবির (২০) ও হারুফা বেগম (২৬) নামক দুই মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়ায় আটক হয়েছে। আজ বুধবার সকাল ৮টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে পুলিশ।


পুলিশ জানায়,  ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ কর্মকর্তা মোঃ আবু আহম্মেদ ও সুকান্ত মজুমদারসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মধ্যপাড়া হুমায়ুন কবীর প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১৫০ বোতল ফেন্সিডিলসহ কবির ও হারুফা নামক দুই ভাই বোনকে আটক করে। আখাউড়া ধরখার ইউনিয়নের রানীখার গ্রামের মৃত খোরশেদ মিয়ার সন্তান এই মাদক ব্যবসায়ীরা। আটককৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু হয়েছে।


এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নবীর হোসেন জানান, মাদক প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলছে। মাদকের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!