ব্রেকিং

x

আখাউড়ার খলাপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্বোধন

বৃহস্পতিবার, ১৪ জুন ২০১৮ | ৮:২১ অপরাহ্ণ

আখাউড়ার খলাপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে সংগঠনটির শুভ উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও আখাউড়া নিউজের প্রকাশক ড. অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাউছার ভূইয়া, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, যুবলীগ নেতা মুক্তার হোসেন ফয়সাল। সংগঠনের প্রধান উপদেষ্টা মো. কাউছার সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের  সভাপতি ও মোগড়া ই্উনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. রাসেল মিয়া,  সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন রাজু প্রমুখ। এসময় সভাপতি ও সম্পাদক সংগঠনের সকল সদস্যদের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন। বঙ্গবন্ধু স্মৃতি সংসদের  সভাপতি মো. রাসেল মিয়া বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত। সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তারা সবাই মাদক বিরোধী কাজে অংশগ্রহণ করবে। পরে সংগঠনটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


 


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!