ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসাবে সংগঠনটির শুভ উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও আখাউড়া নিউজের প্রকাশক ড. অ্যাডভোকেট আব্দুল্লাহ ভূইয়া বাদল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মনির খান, মোগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু কাউছার ভূইয়া, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, যুবলীগ নেতা মুক্তার হোসেন ফয়সাল। সংগঠনের প্রধান উপদেষ্টা মো. কাউছার সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি ও মোগড়া ই্উনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. রাসেল মিয়া, সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসাইন রাজু প্রমুখ। এসময় সভাপতি ও সম্পাদক সংগঠনের সকল সদস্যদের নাম ঘোষণা ও পরিচয় করিয়ে দেন। বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি মো. রাসেল মিয়া বলেন, আমাদের সংগঠনের সকল সদস্য বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। তারা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত। সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তারা সবাই মাদক বিরোধী কাজে অংশগ্রহণ করবে। পরে সংগঠনটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com