আইজিপি পদক পেয়েছেন আখাউড়া উপজেলার কৃতিসন্তান পুলিশ কর্মকর্তা খন্দকার মাইনুল হক।রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে পুলিশ সপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গত মঙ্গলবার তাকে এই পদক পরিয়ে দেন বাংলাদেশ পুলিশের মহাপরির্দশক ডঃ জাবেদ পাটোয়ারী।
জানাগেছে, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসাবে আইজিপি পদক পেয়েছেন খন্দকার মাইনুল হক।
আইজিপি পদক প্রাপ্ত খন্দকার মাইনুল হক আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তুলাতলা গ্রামের ক্যাপ্টেন (অবঃ) জহিরুল হক খন্দকারের ছোট ছেলে এবং র্যাব-১৩ রংপুরের গোয়েন্দা বিভাগে কর্মরত সাব-ইন্সপেক্টর।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের আউটসাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com