ব্রেকিং

x

আখাউড়ার ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণা!

শনিবার, ২৫ আগস্ট ২০১৮ | ৪:২৪ অপরাহ্ণ

আখাউড়ার ইউএনওর ফোন নম্বর ক্লোন করে প্রতারণা!

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামনের ব্যক্তিগত ও সরকারী দুইটি ফোন নম্বর ক্লোন করা হয়েছে। এখন ওই নম্বর থেকে তার নাম ভাঙিয়ে নিকটজনসহ উপজেলার বিভিন্ন মানুষকে ফোন করে টাকা চাওয়া হচ্ছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আখাউড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত ফোন নম্বর (০১৭২৩ ৮৮৮ ৬৪৯) ও সরকারী ফোন নম্বর  ০১৭০৫ ৪১১ ২৩৭ ক্লোন করে একটি সংঘবদ্ধ চক্র তার নিকটজনসহ সাধারণ মানুষের কাছে নানা কৌশলে আবেগময় পরিস্থিতি সৃষ্টি করে টাকা চাইছে।


এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান জানিয়েছেন, বিষয়টি খুবই স্পর্শকাতর, বিব্রতকর ও আইনানুগভাবে শাস্তিযোগ্য অপরাধ। সকল লেভেল থেকে অপরাধীকে সনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধী অচিরেই ধরা পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!