আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সাইফুদ্দিন মোহাম্মদ বাবুল আর নেই।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই শিক্ষক। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মৃত সাইফুদ্দিন মোহাম্মদ বাবুল আখাউড়া মোগড়া গ্রামের আলী আহাম্মদের পুত্র। আগামীকাল মঙ্গলবার সকাল ৯টায় নিজগ্রাম মোগড়ায় তার লাশ দাফন করা হবে বলে আত্মীয়স্বজনরা জানিয়েছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com