ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পণ্যে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়িকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া পৌরসভার বড় বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।
উপজেলা প্রশাসন জানায়, আজ বৃহস্পতিবার দুপুর ১টায় আখাউড়া পৌরসভার বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পণ্যদ্রব্যে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় বাজারের ব্যবসায়ি শাহজাহান (৬৫), আলমগীর মিয়া (৩২) ও আনোয়ার হোসেন (৫০) নামে তিনজনের প্রত্যেককে তিন হাজার করে নয় হাজার টাকা জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন লঙ্ঘনের অভিযোগে তাদেরক জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল মাহমুদ জানায়, আখাউড়ার বাজার গুলোতে এই ধরণের অভিযান অব্যহত থাকবে। আইন অমান্য করে কেউ রক্ষা পাবেনা বলেও তিনি জানান।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com