ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামীলীগের প্রয়াত নেতা বাদল দাসের পরিবারের দায়িত্ব নিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। আজ শুক্রবার সকালে আইনমন্ত্রী আনিসুল হক উপজেলার মনিয়ন্ধ গ্রামে বাদল দাসের বাড়িতে যান এবং তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের কাছে সহমর্মিতা প্রকাশ করেন। এসময় মন্ত্রী তার ছেলেমেয়ের লেখাপড়াসহ সমস্ত দায়িত্ব নিজ কাধে তুলে নেন। এছাড়া তার নির্মাণাধীন বাড়ির অবশিষ্ট কাজ নিজ খরেচ করে দিবেন বলেও ঘোষণা দেন। মন্ত্রী স্থানীয় আওয়ামীলীগ নেতাদেরও সব সময় বাদল দাসের পরিবারের পাশে থাকার নির্দেশ দেন। আখাউড়া পৌরসভা মেয়র ও জেলা আওয়ামীলীগ নেতা তাকজিল খলিফা কাজলসহ উপজেলা আওয়ামীলীগ নেতারা এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগ নেতা বাদল দাস গত ২ জানুয়ারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আখাউড়া হাসপাতালে
পরলোকগমন গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী , এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com