ব্রাহ্মণবাড়িয়া-৪ কসবা ও আখাউড়া আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, আওয়ামীলীগ ও নৌকা মার্কা হচ্ছে উন্নয়নের রাজনৈতিক প্রতীক, তাই আপনাদের কাছে আহবান করবো নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও বাংলাদেশের উন্নয়নকে গতিশীল করার জন্য। আজ বৃহস্প্রতিবার আখাউড়া দক্ষিন ইউনিয়নের নুরপুর গ্রামে মহিলাদের একটি নির্বাচনী জনসভায় তিনি এই কথা বলেন।
সভায় আইনমন্ত্রী মহিলাদের উদ্দেশ্যে আরো বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা আমার মাতৃতুল্য, আপনারা আমাকে হুকুম দিবেন, আমাকে শুধু বলবেন আমি সমস্ত উন্নয়ন কাজ করে দিবো।
এদিকে আইনমন্ত্রী আজ দিনব্যপী আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সব গ্রামে গ্রামে নির্বাচনী গণসংযোগসহ ৭টি নির্বাচনী জনসভায় যোগদান করেন। এসময় তিনি গ্রাম, পাড়া ও মহল্লার বিভিন্ন বয়সের নারী পুরুষ বৃদ্ধদের সাথে মতবিনিময় করে নৌকা মার্কায় ভোট চান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, প্রবীণ আওয়ামীলীগ নেতা নুরুল হক ভুইয়া, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল, আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোরাদ হোসেন, পিয়ারা বেগম পিওনা, আইনমন্ত্রী পিও সফিকুল ইসলাম সোহাগ, আখাউড়া দক্ষিন ইউনিয়ন চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আওয়ামীলীগ নেত্রী শায়লা বীথি, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সহ-সভাপতি শেখ আশিকুর রহমান নাইম, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ তানজিল শাহ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ শরীফ, হাসান খলিফা প্রমুখ।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com