ব্রেকিং

x

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

শুক্রবার, ১৯ জানুয়ারি ২০১৮ | ৯:০৭ পূর্বাহ্ণ

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বিরাট কোহলি

ঘোষনা করা হলো আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের নাম। আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটার হলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। সব ফর্ম্যাটের ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেলেন কোহলি। পাশাপাশি আইসিসি-র বর্ষসেরা একদিনের ক্রিকেটারও হয়েছেন কোহলিই।


২০১৬-র ২১ সেপ্টেম্বর থেকে শুরু করে ২০১৭-র শেষপর্যন্ত সময়ে কোহলি টেস্ট ক্রিকেটে আটটি সেঞ্চুরি সহ ৭৭.৮০ গড়ে ২,২০৩ রান, একদিনের ক্রিকেটে ৮২.৬৩ গড়ে সাতটি সেঞ্চুরি সহ ১,৮১৮ রান এবং ১৫৩ স্টাইক রেটে টি ২০-তে ২৯৯ রান করেছেন কোহলি। তাঁর নেতৃত্বেই আইসিসি-র টেস্টে ক্রমতালিকায় শীর্ষে পৌঁছেছে ভারত।


এ ব্যাপারে কোহলি বলেছেন, আইসিসি বর্ষসেরা ক্রিকেটার হিসেবে স্যর গারফিল্ড সোবার্স ট্রফি পাওয়া ও বছরের সেরা একদিনের ক্রিকেটার হওয়া একটা দুরন্ত ব্যাপার। এবারই প্রথম স্যর গারফিল্ড সোবার্স ট্রফি পেলেন কোহলি। এটা তাঁর পক্ষে দারুণ সম্মানের। গত বছর আর অশ্বিন বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন। এবার কোহলি।

ভারতের অধিনায়ক বলেছেন, পর পর দু বছর দুই ভারতীয় ক্রিকেটার এই ট্রফি পেলেন। আইসিসি-র টেস্ট ও একদিনের ক্রিকেটের বর্ষসেরা অধিনায়ক হিসেবেও বেছে নেওয়া হয়েছে কোহলিকে। ১৬ ম্যাচে ৭৮.১২ গড়ে আটটি সেঞ্চুরি সহ ১৮৭৫ রান করে আইসিসি-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

২০১৩-র পর এই প্রথম দক্ষিণ আফ্রিকার বাইরের কোনও ক্রিকেটার আইসিসি-র বর্ষসেরা একদিনের ক্রিকেটার নির্বাচিত হলেন। এর আগে ২০১৬-তে কুইন্টন ডি কক এবং ২০১৪ ও ২০১৫-তে এই স্বীকৃতি পেয়েছিলেন এবি ডিভিলিয়ার্স। গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে ৬ উইকেট নিয়ে আইসিসি-র বর্ষসেরা পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ভারতীয় স্পিনার যজুবেন্দ্র চাহলে

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!