আইপিএলের মেগা নিলামে এবার ১১২২ জন ক্রিকেটার অংশ নিচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু নাম রয়েছে, যাদের ঘিরে নিলামে দর চড়বে বলেই মনে করা হচ্ছে। তাদের মধ্যে অন্যতম হলেন ক্রিস গেইল, যুবরাজ সিং, গৌতম গম্ভীর, রবিচন্দ্রন অশ্বিন, অজিঙ্কা রাহানে, কুলদীপ যাদব, লোকেশ রাহুল, মুরলি বিজয়, জো রুট, শেন ওয়াটসন। বেঙ্গালুরুতে ২৭-২৮ জানুয়ারি হবে একাদশ আইপিএলের নিলাম।
বিসিসিআইয়ের পক্ষ থেকে শনিবার নিলামের জন্য ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে। আইপিএলের আটটি ফ্র্যাঞ্চাইজিকে ক্রিকেটারদের নাম পাঠিয়ে দেয়া হয়েছে। ২৮১ জন ক্যাপড ও ৮৩৮ জন আন-ক্যাপড ক্রিকেটারের নাম আছে নিলামের তালিকায়। তার মধ্যে ৭৭৮ জন আন-ক্যাপড ভারতীয় ক্রিকেটারও আছেন।
২৮২ জন বিদেশি ক্রিকেটারের মধ্যে সব থেকে বেশি অস্ট্রেলিয়ার। ৫৮ জন অসি ক্রিকেটার এবার আইপিএলে খেলতে আগ্রহ দেখিয়েছেন। তার পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকার ৫৭ জন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার ক্রিকেটারের সংখ্যা যথাক্রমে ৩৯ জন করে। ইংল্যান্ডের ২৬ জন ক্রিকেটার নিলামে তালিকাভুক্ত হয়েছেন। আফগানিস্তানের ১৩ জন, বাংলাদেশের আটজন ক্রিকেটারের পাশাপাশি জিম্বাবুয়ের সাতজন, আয়ারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুই ক্রিকেটারকেও নিলামে জায়গা দেয়া হয়েছে।
গত বছর ফিটনেসের কারণে শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। এবার তিনি আইপিএলের নিলামে অংশ নিচ্ছেন। ক্রিস গেইলের পাশাপাশি বিদেশিদের তালিকায় বিশেষ আকর্ষণ থাকবে বেন স্টোকস, ক্রিস লিন, ইয়ন মরগ্যান, প্যাট কামিন্স, ডোয়েন ব্র্যাভো, কার্লোস ব্রাথওয়েট, এভিন লুইস, জ্যাসন হোল্ডারকে নিয়ে।
হাশিম আমলা, কাগিসো রাবাদা, ফাফ ডু’প্লেসি, মর্নি মর্কেলের মতো দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটাররাও এবার নিলামে থাকছেন। অফ ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েল শেন ওয়াটসনদের দর কতটা চড়ে সেটাও দেখার। শ্রীলঙ্কার বর্ষীয়ান পেসার লাসিথ মালিঙ্গাকে এবার ছেড়ে দিয়েছে মুম্বাই। তাকেও দেখা যাবে মেগা নিলামে। এছাড়া রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, নিরোসান ডিকবেলা।
উল্লেখ্য, দুই বছর নির্বাসন কাটিয়ে ফের আইপিএলে খেলবে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। তার ফলে রাইজিং পুনে সুপারজায়ান্ট কিংবা গুজরাত লায়ন্সকে আর দেখা যাবে না। মহেন্দ্র সিং ধোনিকে সামনে রেখেই চেন্নাই নতুন করে দল সাজাচ্ছে। সিএসকে রেখেছে রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়নাকে। দিল্লি ডেয়ারডেভিলস ধরে রেখেছে ঋষভ পন্থ, শ্রেয়াস আয়ার ও ক্রিস মরিসকে। কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে গৌতম গম্ভীরকে। তাঁর নেতৃত্বে কেকেআর দু’বার চ্যাম্পিয়ন হয়েছিল। তবে নিলামে ‘রাইট টু ম্যাচ’ (আরটিএম) পদ্ধতিতে ফের গোতিকে দলে নিতে পারবে নাইট রাইডার্স।
একাদশ আইপিএলে ভিত্তি দরের থেকেও বেশি অর্থ দিয়ে বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা রেখেছে এবি ডি’ভিলিয়ার্স ও সরফরাজ খানকে। মুম্বাই ইন্ডিয়ান্স ধরে রেখেছে রহিত শর্মা, হার্দিক পান্ডিয়া ও যশপ্রীত বুমরাহকে। একমাত্র স্টিভ স্মিথকে রেখে দিয়েছে রাজস্থান রয়্যালস। ডেভিড ওয়ার্নার ও ভুবনেশ্বর কুমারকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। অক্ষর প্যাটেলকে রেখে দিয়ে কিংস ইলেভেন পাঞ্জাব নতুন করে দল গড়ছে। একটা ফ্র্যাঞ্চাইজি দল গড়তে ৮০ কোটি টাকা ব্যয় করতে পারে। তার মধ্যে প্লেয়ার ধরে রাখতে যে খরচ হয়েছে, সেটা বাদ দিয়ে যে অর্থ থাকবে তা নিলামে খরচ করা যাবে।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com