ব্রেকিং

x

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

রবিবার, ১৯ এপ্রিল ২০২০ | ৯:০০ অপরাহ্ণ

আইনমন্ত্রীর মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ
মাননীয় প্রধানমন্ত্রীর পাশে মরহুম মুক্তিযোদ্ধা জাহানারা হক

দেশের সংবিধান প্রণেতাদের অন্যতম অ্যাডভোকেট সিরাজুল হকের স্ত্রী ও আইনমন্ত্রী আনিসুল হক এমপির মা জাহানারা হকের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে তাঁরা সৃষ্টিকর্তা যেন আনিসুল হককে শোক সইবার শক্তি দেন সেই প্রার্থণা করেন।


বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার পক্ষে শোক জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল।


এছাড়া মন্ত্রীর সংসদীয় এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ব্রাহ্মণবাড়িয়া খেলাঘর আসর, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া প্রেস ক্লাব ও রিপোর্টার্স ইউনিটি, আখাউড়ার নববন্ধন খেলাঘর আসর, রক্তদানের সংগঠন আত্মীয়, আখাউড়া পূজা উদযাপন পরিষদ, শ্রী শ্রী রাধামাধব আখড়া, শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশাণ, সামাজিক সংগঠন হাসিমুখ শোক প্রকাশ করেছেন।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!