ব্রেকিং

x

আইনমন্ত্রীর বোনের মৃত্যুতে আখাউড়ার সাংবাদিকদের গভীর শোক প্রকাশ

রবিবার, ১৫ জুলাই ২০১৮ | ২:০৮ অপরাহ্ণ

আইনমন্ত্রীর বোনের মৃত্যুতে আখাউড়ার সাংবাদিকদের গভীর শোক প্রকাশ

দেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির বড় বোন ও দেশের সংবিধান প্রণেতা বীরমুক্তিযোদ্ধা মরহুম সিরাজ হকের কন্যা সায়মা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আখাউড়া প্রেসক্লাব ও আখাউড়া নিউজ পরিবারের সকল সাংবাদিকরা।


সকল সাংবাদিকদের পক্ষে আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আখাউড়া নিউজের সম্পাদক নুরুন্নবী ভুইয়া এক শোক বার্তায়  বলেন,  দেশের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপির বড় বোন সায়মা ইসলামের মৃত্যুতে আমরা আখাউড়া প্রেসক্লাব ও আখাউড়া নিউজ পরিবারের সকল সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করছি। মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর কাছে আমরা দোয়া করছি।


এই শোক বার্তায় মহুমার শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন শোকাহত এই পরিবারের সকলকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।

উল্লেখ্য গতকাল শনিবার দিবাগত ১টায়  ঢাকা এ্যাপোলো হাসপাতালে আইনমন্ত্রীর বড় বোন মৃত্যুবরণ করেন।  মরহুম সায়মা ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী ও এক সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।  মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫ বছর।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!