আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি (ব্রাহ্মণবাড়িয়া-৪) করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার গুজব ছড়ানোর অভিযোগে সাজ্জাদ হোসেন বাবর নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সন্ধ্যা পৌণে সাতটার দিকে সাজ্জাদ হোসেনের ফেসবুক আইডি ঘেঁটে দেখা যায়, তিনি ওই সময় থেকে প্রায় ২১ ঘন্টা আগে দেয়া ফেসবুক স্ট্যাটাসে লিখেন ‘আইনমন্ত্রী আনিসুল হক করোনা আক্রান্ত’। ওই পোস্টেই অনেকে কমেন্টস করে খবরটি গুজব বলে আখ্যায়িত করেন। ফেসবুকের পরিচিতিতে সাজ্জাদ হোসেন লিখেছেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক চন্দনাইশ উপজেলা ছাত্রদল।
আরও পড়ুন: আইনমন্ত্রী করোনায় আক্রান্ত হয়নি, ফেসবুকে যে খবর ছড়ানো হয়েছে তা মিথ্যা
বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, গুজব ছড়ানোর বিষয়ে আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে চন্দনাইশ থানা পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।
এদিকে আইনমন্ত্রী করোনা আক্রান্তের যে খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেরিয়েছে সেটা গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম। এক বিবৃতিতে ও আখাউড়া নিউজের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, মন্ত্রী ঢাকার বাসায় আছেন এবং সুস্থ আছেন।
আরও পড়ুন: প্রধান বিচারপতি করোনা আক্রান্ত নন : আইনমন্ত্রী
এদিকে মন্ত্রীর ঘনিষ্টজন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল জানান, মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন বলে ফেসবুকে দেয়া বিভিন্ন স্ট্যাটাস সম্পর্কে তিনি বৃহস্পতিবার সকালে অবগত হন। তবে সেটি মোটেও সত্য নয়। এ বিষয়ে ছাত্রলীগ সাধারন সম্পাদক একটি ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। এরই প্রেক্ষিতে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
আইমন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা ডা. রেজাউল করিম জানান, প্রধান বিচারপতির শারিরিক অবস্থার খোঁজ নিয়ে একটি বেসরকারি টেলিভিশন থেকে আইনমন্ত্রীকে ফোন করা হয়। মন্ত্রীর বক্তব্যটি অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: আখাউড়ায় উপর্সগ নিয়ে মৃত সেলিম ও তার স্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com