মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বিলাসবহুল এক ফ্ল্যাট কিনেছেন বলিউড দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায়। ফ্ল্যাটের দাম শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। একটি ম্যাগাজিনের খবরে বলা হয়েছে ২০১৫ সালে বুকিং দেয়া ফ্ল্যাটটির দাম ২১ কোটি রুপিও বেশি।
মুম্বাইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে ৫ হাজার বর্গফুটের ফ্ল্যাটটির অন্দর সজ্জার কাজ চলছে বর্তমানে।
কিছুদিন আগে শাহরুখ খানের স্ত্রী ও ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের অফিস থেকেও তাঁরা ঘুরে এসেছেন। গৌরীকেই তাঁরা নতুন ফ্ল্যাট সাজানোর দায়িত্ব দিয়েছেন বলে জানা যাচ্ছে।
এখানে তাঁরা প্রতিবেশী হিসেবে পেয়েছেন আরেক বলিউড তারকা সোনম কাপুরকে।
এই ফ্ল্যাটটি ছাড়াও মুম্বাইয়ের জুহুতে ‘জলসা’ ও ‘প্রতীক্ষা’ নামে বড় দুটি বাংলো আছে বচ্চন পরিবারের। এ ছাড়াও তাঁরা দুবাই ও মুম্বাইয়ের ওরলি এলাকায় আরও দুটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com