গেল বছর নাটকে সবচেয়ে আলোচিত জুটি হিসেবে দর্শকপ্রিয়তা পান জনপ্রিয় অভিনেতা অপূর্ব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মিজানুর রহমান আরিয়ানের নির্দেশনায় এই তারকা জুটি ‘বড় ছেলে’ নাটকে অভিনয়ের মধ্যদিয়েই বছরের সেরা জুটি হিসেবে আলোচনায় আসেন। এই নাটকে দু’জনের অনবদ্য অভিনয়ে দর্শককে মুগ্ধ করে। কোরবানির ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত এই নাটক বিশ্বব্যাপী দর্শক তাদের দু’জনের অভিনয় পরবর্তীতে ইউটিউবে সিডি চয়েজের চ্যানেলে উপভোগ করেছেন দর্শক। সেই আলোচিত জুটিকে নিয়ে এবার বিশেষ নাটক নির্মাণ করেছেন নির্মাণ করেছেন তরুণ গুণী নাট্যনির্মাতা মাহমুদুর রহমান হিমি। নাটকের নাম ‘ইচ্ছে খাম’।
নাটকটি রচনা করেছেন শাহরিয়ার তাসদিক। গেল ৮ ও ৯ জানুয়ারি রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন,‘ ইচ্ছে খাম খুব মিষ্টি প্রেমের গল্পের নাটক। একটি মেয়ের স্বপ্ন নিয়ে নাটকের গল্পের শুরু। হিমির মধ্যে ভালো কাজ করার চেষ্টাটা আছে। এই চেষ্টা থাকাটাই একজন নির্মাতার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর অভিনয়ে মেহজাবিন নিজেকে আগের চেয়ে আরো পরিপূর্ণ করে তোলার চেষ্টা করছে। আমার বিশ্বাস এই নাটকের গল্পই দর্শককে নাটকটি দেখতে আগ্রহী করে তুলবে।’
মেহজাবিন চৌধুরী বলেন,‘ গত বছরের চেয়ে এই বছর আমি নাটকে অভিনয় করার ক্ষেত্রে গল্পের দিকে আরো বেশি মনোযোগী হবো, চুজি হবো। সেই ধারাবাহিকতার একটি নাটক ইচ্ছে খাম। অপূর্ব ভাই সবসময়ই দারুণ সহযোগিতা পরায়ণ। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেতা। এই নাটকেও আমরা দু’জন চেষ্টা করেছি চরিত্রানুযায়ী সর্বোচ্চ অভিনয় করার। চরিত্রানুযায়ী আমার গেটআপেও বেশ পরিবর্তন আনার চেষ্টা করেছি। হিমির নির্দেশনায় এবারই প্রথম কাজ করেছি। যেহেতু তিনি সম্পাদনার কাজটা ভালো জানেন। যে কারণে তিনি বেশ ভালো বুঝেন কীভাবে কাজটা সময়ের মধ্যে ভালোভাবে শেষ করা যায়।’
মাহমুদুর রহমান হিমি জানান শিগগিরই ‘ইচ্ছে খাম’ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। আপাতত মেহজাবিন চৌধুরী কোন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন না। অন্যদিকে অপূর্ব অভিনীত দুটি নতুন ধারাবাহিক নাটক নজরুল ইসলাম রাজু পরিচালিত ‘ঘরে বাইরে’ এবং সৈয়দ শাকিল পরিচালিত ‘সোনার শেকল’ যথাত্রমে মাছরাঙ্গা টিভি ও এনটিভিতে প্রচার শুরু হয়েছে। সূত্র: নয়াদিগন্ত
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com