আখাউড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষকের পরিবারকে আইনমন্ত্রী মহোদয় টিন ও নগদ টাকা দিয়ে সহযোগীতা করেছেন। আজ রোববার বিকাল ৩টায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান আইনমন্ত্রী মহোদয়ের পক্ষে এই টিন ও টাকা ক্ষতিগ্রস্থ ফোরকান মিয়ার হাতে তুলে দেন।
জানাগেছে, গত ২০ মার্চ আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়গড়িয়া গ্রামের কৃষক ফোরকান মিয়ার গোয়াল ঘর আগুনে ভষ্মিভূত হয়ে তার একমাত্র সম্বল ৫টি গরু মারা যায়। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরির্দশন করে সহযোগীতার নিশ্চয়তা দিয়ে এসেছিলেন। সে অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক এমপি মহোদয়ের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান আজ ক্ষতিগ্রস্থ এই পরিবারের প্রধান কৃষক ফোরকান মিয়ার হাতে দুই বান্ডিল টিন ও নগদ ৬ হাজার টাকা তুলে দেন।
আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
Development by: webnewsdesign.com