ব্রেকিং

x

৬ দিন পর আখাউড়া বন্দরে আমদানি-রফতানি শুরু

সোমবার, ২৭ আগস্ট ২০১৮ | ২:৫২ অপরাহ্ণ

৬ দিন পর আখাউড়া বন্দরে আমদানি-রফতানি শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছয় দিনের ছুটি শেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হয়েছে। সোমবার সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।


আখাউড়া স্থলবন্দর আমদানি-রফতানিককারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রজিব উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত কর জানান, ঈদুল আজহা উপলক্ষে গত ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে ছুটি ঘোষণা করা হয়েছিল। সোমবার সকাল থেকে আবারও ভারতে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। সকাল থেকে মাছ, প্লাস্টিক ও সিমেন্টবোঝাই কয়েকটি ট্রাক ভারতে প্রবেশ করেছে।


তবে ঈদের ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আতিকুল ইসলাম।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!