ব্রেকিং

x

সেনাবাহিনীতে বেসামরিক পদে ৩২৭ নিয়োগ

শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ | ২:২১ অপরাহ্ণ

সেনাবাহিনীতে বেসামরিক পদে ৩২৭ নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে মোট ৩২৭ জন লোক নিয়োগ হবে। বিভিন্ন পত্রিকায় এ নিয়োগ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, এখানে সাধারণ ও কারিগরি বিভিন্ন পদে লোক নিয়োগ হবে। সাধারণ পদগুলোর মধ্যে মেস ওয়েটার পদে ৫৮ জন, ইউডিসি পদে ১ জন, লস্কর পদে ১ জন, নিরাপত্তা পরিদর্শক পদে ১ জন, গোয়ালা পদে ৩ জন, ইউএসএম/শ্রমিক পদে ২৩ জন, সহিস পদে ৩ জন, স্টোরম্যান পদে ১ জন, ফায়ার ক্রু পদে ৩ জন, বারবার পদে ৪ জন, টিন স্মিথ পদে ৭ জন, হেড মেকানিক পদে ২ জন, ইনসেমিনেটর পদে ২ জন, মালি পদে ৩ জন, ওয়ার্ডবয় পদে ১২ জন, ড্রাইভার/এমটি ড্রাইভার পদে ৩ জন, এসএএসআই পদে ১ জন, আয়া পদে ৯ জন, কার্পেন্টার পদে ৬ জন, ক্যাটালগার পদে ২ জন, প্রোগ্রেস চেজার পদে ১ জন, পাম্প অপারেটর পদে ২ জন, কুলি পদে ১ জন, মিল্ক রেকর্ডার পদে ১ জন, নিরাপত্তা প্রহরী পদে ১১ জন, টিসিএম-১ পদে ১ জন, টিসিএম-২ পদে ১ জন, টিসিএম-৩ পদে ৩ জন, বুক বাইন্ডার পদে ৩ জন, ফায়ারম্যান পদে ২ জন, পেইন্টার পদে ৪ জন, অফিস গুদামরক্ষক পদে ১ জন, ডেমোনেস্ট্রটর পদে ১ জন, ফার্মাসিস্ট পদে ১ জন, প্ল্যান্ট অপারেটর পদে ১ জন, সহকারী বাবুর্চি পদে ১৪ জন, ইঅ্যান্ডবিআর পদে ২ জন, বাটলার পদে ১ জন, মেশিনিস্ট পদে ১ জন, অফিস সহায়ক/বার্তাবাহক পদে ২৪ জন, ইনসেক্ট কালেক্টর পদে ১ জন, ধোপা পদে ১ জন, ভিউয়ার পদে ১ জন, পরিচ্ছনতাকর্মী পদে ৩৫ জন, সহ. নিরাপত্তা সুপারভাইজার পদে ১ জন, অফিস করণিক/অফিস করণিক কাম টাইপিস্ট পদে ৯ জন, বাবুর্চি/বাবুর্চি (ইউ/মেস/হাসঃ) পদে ২৮ জন এবং ফার্ম লেবার (অ্যানিমেল অ্যাটেনডেন্ট/কাল্টিভেশন/মিল্ক রুম কুলি/কাউ অ্যাটেনডেন্ট) পদে ৮ জন নিয়োগ হবে। অন্যদিকে, কারিগরি পদগুলোর মধ্যে— ফিটার এমভি (এইচএস-১) পদে ১ জন, ফিটার এমভি (এইচএস-২) পদে ১ জন, ফিটার এমভি (স্কিল্ড) পদে ২ জন, আর্মোরার (এসএস-২) পদে ২ জন, ওএইচটি (এসএস-২) পদে ১ জন, পেইন্টার (এইচএস-২) পদে ১ জন, রেফ্রিজারেটর মেকানিক (এসএস-২) পদে ১ জন, ফিটার সি ভেহিক্যাল(এইচএস-২) পদে ১ জন, ফিটার সি ভেহিক্যাল (স্কিল্ড) পদে ১ জন, ফিটার সি ভেহিক্যাল (এসএস-২) পদে ১ জন, মেরিন টেকনিশিয়ান (স্কিল্ড) পদে ১ জন, ইলেক্ট এমভি (এইচএস-২) পদে ১ জন, মেরিন টেকনিশিয়ান (এসএস-২) পদে ১ জন, ফিটার এএফভি (এইচএস-২) পদে ২ জন, ডেন্টর (এসএস-২) পদে ১ জন, ফিটার মিলরাইট (এসএস-২) পদে ১ জন, ফিটার এএফভি (এইচএস-১) পদে ১ জন এবং ফিটার এমভি (এসএস-২) পদে ২ জনকে নিয়োগ করা হবে।


আগ্রহীরা এসব পদে আবেদনপত্র প্রেরণের ঠিকানাসহ বিস্তারিত তথ্য এবং আবেদন ফরমের জন্য ভিজিট করতে পারেন (www.army.mil.bd) এই ঠিকানায়।


পদগুলোতে আবেদন করা যাবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।  সূত্র: প্রথম আলো

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!