ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়িদের মাথায় ‘মল’ ঢালার আহবান পুলিশ কর্মকর্তার

বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮ | ৪:২৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়িদের মাথায় ‘মল’ ঢালার আহবান পুলিশ কর্মকর্তার

মাদক ব্যবসায়িদের মাথায় ‘মল’ ঢেলে দেওয়ার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির। আর এতে মলের স্বার্থকতা হবে বলে তিনি উল্লেখ করেন। গত মঙ্গলবার দুপুরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ আহবান জানান।


নিজ নামের ফেসবুক আইডির স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কিছুদিন আগে যেমন পরিচ্ছন্ন সরাইল গড়ার আহবানে শত শত যুবক রাস্তায় নেমে এসেছিল ঠিক এমনটাই চাই সরাইলের কাছে। এটাই সরাইলের স্প্রীট। এ স্প্রীট ছড়িয়ে পড়ুক মাদকের বিরুদ্ধে, সকল অপরাধের বিরুদ্ধে। যেখানেই মাদক ব্যবসায়ী পাওয়া যাবে দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে তাদের বিরুদ্ধে। টেটা দিয়া ক্ষত করে দেওয়া হবে মাদক ব্যবসায়ীদের বুক। যারা আমাদের সন্তানদের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে তাদের বিরুদ্ধে জেগে উঠুক সরাইলের জনতা। দেশজুড়ে জেগে উঠুক জনতা। আইন হাতে তুলে নিবেননা এ কথা আমরা জানি। আবার আইন বলেছে যদি কারো দ্বারা জানমাল আক্রান্ত হয় তাহলে আইন হাতে তুলে নেওয়া যাবে। যারা আমাদের তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে তাদের জীবনকে হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে, আসুন না আমরা তাদের বিরুদ্ধে আইন হাতে তুলে নেই। এক একটাকে সমাজ থেকে বিতাড়িত করি। পুলিশ জনগনের পাশে আছে, থাকবে।’
ফেসবুকের ওই স্ট্যাটাসের বিপরীতে অনেক সাধুবাদ জানিয়ে নানা ধরণের মন্তব্যও করছেন। প্রায় দুই ঘন্টার মধ্যে ২২টি’র মতো মন্তব্য হয় ওই স্ট্যাটাসে। অনেকে ওই পুলিশ সুপারের এ মন্তব্যকে স্বাগত জানিয়ে সবাই মিলেমিশে কাজ করার কথা উল্লেখ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির বলেন, ‘আমি বলার চেষ্টা করেছি শিক্ষকের মাথায় না ঢেলে যেন মাদক ব্যবসায়িদের মাথায় ঢালি। তবে এখানে প্রতীকী অর্থে ‘মল’ ঢালার কথা বলা হয়েছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি সরাইলকে মাদকমুক্ত করতে। এ জন্য আমরা একদিকে মাদকের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। অন্যদিকে যুব সমাজের সঙ্গে মিলেমিশে বিভিন্ন কাজ করছি। এতে যুব সমাজ সঠিক পথে এগুবে।’


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!