ব্রেকিং

x

ব্রাহ্মণবাড়িয়ায় কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বৃহস্পতিবার, ১০ জানুয়ারি ২০১৯ | ৯:০৬ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

দৈনিক কালের কণ্ঠের ১০ জন্মদিন উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় পত্রিকাটির পাঠক সংগঠন শুভ সংঘের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গভ. মডেল গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় শতাধিক শিশু অংশ নেয়। এ সময় শিশুদেরকে নিয়ে ১০ পাউন্ডের একটি কেক কাটা হয়।


ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সম্পাদক নিয়াজ মুহাম্মদ খান বিটু, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, সাংবাদিক খন্দকার মো. শফিকুল ইসলাম প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চয়ন বিশ্বাস, ইফতেয়ার রিফাত, বাহাদুর আলম, মাজহারুল করিম অভি, প্রণয় সাহা প্রমুখ।
পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ৩৬ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর। কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু’র উপস্থাপনায় এ সময় শুভ সংঘের সাধারন সম্পাদক মো. হাবিবুর রহমান পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচকরা বলেন, ‘কালের কণ্ঠ মানেই ব্যতিক্রম কিছু। প্রতিনিয়তই ভালো সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে অংশ নেয়। এরই অংশ হিসেবে এমন ধরণের প্রতিযোগিতা আয়োজন করেছে। কালের কণ্ঠ আরো এগিয়ে যাবে।’


আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!