ব্রেকিং

x

প্রত্যেকটি মানুষ স্বপ্নের মধ্যেই থাকে-আইনজীবী মৌসুমী

শুক্রবার, ০৬ জুলাই ২০১৮ | ১০:০৬ অপরাহ্ণ

প্রত্যেকটি মানুষ স্বপ্নের মধ্যেই থাকে-আইনজীবী মৌসুমী

শিশুদের শারিরিক, মানসিক ও সাংস্কৃতিক উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা শিল্পকলা একাডেমির শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজ শুক্রবার বিকালে মোটিভেশনাল বক্তব্য দিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী। আজকের বক্তব্যের বিষয়বস্তু ‘ছিল স্বপ্নের সমান বাচো’।


উপজেলা পরিষদ মিলনায়তনে আইনজীবী উম্মে শবনম মোস্তারী মৌসুমী তার মোটিভেশনাল বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে বলেন, তোমরা রাতে ঘুমিয়ে যে স্বপ্ন দেখছো সেটা হচ্ছে সারাদিন যে চিন্তা করেছো তার বহি:প্রকাশ। আবার কিছু স্বপ্ন থাকে আল্লাহ প্রদত্ত। আবার কিছু ভালোও হতে পারে। আর তোমরা জেগে যে স্বপ্ন দেখছো তা নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।


তিনি আরো বলেন, তোমরা স্বপ্নকে নিয়ে বাচো। প্রত্যেকটি মানুষ স্বপ্নের মধ্যেই থাকে।

এছাড়াও তিনি শিশুদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পরিমল বনিক, দ্বিলীপ কুমার দেবনাথ, সংগীত প্রশিক্ষক নবনিতা বর্মন, সাংবাদিক সমীর চক্রবর্তী ও জালাল হোসেন মামুনসহ শিশুদের অভিভাবকবৃন্দ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!