ব্রেকিং

x

চতুর্থবারের মতো যুব বিশ্বকাপ জিতলো ভারত

শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮ | ২:২০ অপরাহ্ণ

চতুর্থবারের মতো যুব বিশ্বকাপ জিতলো ভারত

অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে রেকর্ড সর্বোচ্চ চতুর্থবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতলো ভারত অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালের মঞ্চে অজি যুবাদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।


নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইতে যুব বিশ্বকাপের দ্বাদশ আসরের শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করা অস্ট্রেলিয়া ৪৭.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২১৬ করতে পারে। জবাবে ১১ ওভারের বেশি থাকতে (৬৭ বল) দুই উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।


২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত করেন ভারত। ৭১ রানের জুটি গড়েন দুই ওপেনার পৃথিবী শাও ও মানজোট কালরা। ব্যক্তিগত ২৯ রানে বিদায় নেন অধিনায়ক পৃথিবী। তিন নম্বরে নামা ইনফর্ম শুবমান গিল ৩১ বরে আউট হন।

তবে উইকেটে অবিচল থাকেন কালরা। দলের জয়ে শেষ পর্যন্ত ভূমিকা রেখে সেঞ্চুরি তুলে অপরাজিত থাকেন তিনি। ১০২ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ১০১ করেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটসম্যান হারভিক দেসাই ৪৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধে করতে পারেনি তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারতীয় তরুণদের তোপে জোনাথন মারলো ছাড়া আর কেউই হাফসেঞ্চুরির দেখা পাননি। মারলো ১০২ বলে ৬টি চারের সাহায্যে ৭৬ করেন।

ভারতের হয়ে দুটি করে উইকেট তুলে নেন ইশান্ত পোরেল, শিভা সিং, কামলেশ নাগারকোটি ও অনুকুল রায়। একটি উইকেট পান শিভাম মাভি।
সুত্র:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!