ব্রেকিং

x

আখাউড়া মনিয়ন্দে কিছু মাদক ব্যবসায়ী এলাকা ছাড়লেও মাদক ব্যবসা থেমে নেই

শনিবার, ২৬ মে ২০১৮ | ৪:৩৭ অপরাহ্ণ

আখাউড়া মনিয়ন্দে কিছু মাদক ব্যবসায়ী এলাকা ছাড়লেও মাদক ব্যবসা থেমে নেই
পুলিশের হাতে সম্প্রতি আটক ইয়াবা। ছবিটি ওসি আখাউড়া থানা নামের ফেসবুক আইডি থেকে সংগৃহিত

আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে মনিয়ন্দের কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছে আবার অনেকে বীরদর্পে এলাকায় ঘুরছে বলে খবর পাওয়া গেছে। তবে মনিয়ন্দে মাদক ব্যবসা থেমে নেই। কেউ এলাকায় থেকে মাদক ব্যবসা করছে, আবার কেউ আত্মগোপনে থেকে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।


নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কযেকজন জানায়, দক্ষিন মনিয়ন্দ, জয়পুর, হরিপুর, পাতারটেক, গাঙ্গাইল, উত্তর মনিয়ন্দ, ইটনা, কর্মমট, শিবনগর, ঘাগুটিয়া, গিরিশনগর নোয়ামুড়া, মিনার কোটি, মাছিগাছা গ্রামে অর্ধশতাধিক মাদক ব্যবসায়ী এখনো সক্রিয়। ইয়াবা জাতীয় মাদকের ভয়াবহতা এখনো চোখে পড়ার মত। কিছু মাদক ব্যবসায়ী সরকারী দলের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় বীরদর্পে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলেও তারা জানিয়েছেন তবে মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শিশু মিয়া বলেছেন, মনিয়ন্দে সরকারীদলের কোন নেতা মাদককে প্রশ্রয় দেয়না। বরং মনিয়ন্দকে মাদক মুক্ত করতে সরকারীদলের লোকজন আইন শৃঙ্খলাবাহিনীকে সহযোগীতা করছে।


এদিকে খবর নিয়ে আরো জানাগেছে, ইয়াবা ব্যবসার মূল হোতা নামে খ্যাত রিংকু আর মজিবর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও আত্মগোপনে থেকে ইয়াবা বানিজ্যের কলকাঠি নাড়ছে তারা।

মনিয়ন্দকে মাদক মুক্ত করতে দক্ষিন মনিয়ন্দের ইউপি সদস্য তাজুল ইসলাম, আপেল মিয়া, রেজাউল ইসলাম ও সংরক্ষিত মহিলা মেম্বার বিনা বেগম আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

স্থানীয় মনিয়ন্দ ইউনিয়ন চেয়ারম্যান মো: কামাল ভুইয়া জানান, মনিয়ন্দ ইউনিয়নে মাদক একটি বড় সমস্যা। মনিয়ন্দকে মাদক মুক্ত করতে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের সঙ্গে বৈঠক করেছে। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে কিছু মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে পালিয়েছে। তারপরও মাদক ব্যবসা বন্ধ হয়নি বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে পুলিশ। মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না। আখাউড়া উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!