ব্রেকিং

x

আখাউড়ায় একুশের প্রভাতফেরি, লেডিস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ১২:০৩ অপরাহ্ণ

আখাউড়ায় একুশের প্রভাতফেরি, লেডিস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণ

আখাউড়ায় মহান একুশে ফেব্রুয়ারী সকাল ৭টায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরি হয়েছে। প্রভাতফেরি শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও লেডিস ক্লাবসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে।


উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, শিল্পকলা একাডেমি, চিরসবুজ সংঘ, লেডিস ক্লাব ও সাংবাদিক,শিক্ষকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো মানুষ প্রভাতফেরিতে অংশগ্রহন করে। উপজেলা পরিষদ শেষে শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে প্রভাতফেরি শেষ হয়। প্রভাতফেরি শেষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে উপজেলা শিল্পকলা একাডেমি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে লেডিস ক্লাবের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে শবনম মোস্তারীর নেতৃত্বে লেডিস ক্লাব, জাগরনি সংঘ ও মহিলা ক্রীড়া সংস্থার নারীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে একে একে চিরসবুজ সংঘ, এড,সিরাজুল হক পৌর উচ্চ বিদ্যালয়, প্রত্যাশী বুদ্দি প্রতিবন্ধী বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে।


এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম আহাম্মদ শাহ আল জাবের, আমেরিকা ফ্লোরিডা আওয়ামীলীগের শ্রম সম্পাদক নেছার আহাম্মদ খলিফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, সাবেক ছাত্রলীগ নেতা এনএস কবির পলাশ, মনির হোসেন, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, নুরুন্নবী ভুইয়া, শিক্ষক হাসিনা বেগম, কাজী স্বপ্না সিফাত, জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক রাকিবুল ইসলাম, জালাল হোসেন মামুন প্রমুখ। কর্মসূচী অনুযায়ী বিকালে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা হবে।

 

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!