ব্রেকিং

x

আখাউড়ায় বই উৎসব। শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণ

মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯ | ৪:১৯ অপরাহ্ণ

আখাউড়ায় বই উৎসব। শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই বিতরণ

সরকারী ভাবে প্রশাসনের উদ্যোগে সারাদেশের মত আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বই উৎসব উদযাপন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে নতুন ঝকঝকে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।


সকাল ১০টায় আখাউড়া পৌরসভার তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই উৎসব উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান। পরে দেবগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় ও রুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণ করেন।


এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বলেন, বছরের শুরুতেই নতুন বই হাতে পাওয়ায় লেখাপড়ায় আগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার হার কমে আসছে। বর্তমান সরকার বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাসহ সব ধরণের শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছে। খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্ব দিচ্ছে। যাতে আমাদের শিশুদের মেধা-মননের বিকাশ হয়। শিক্ষার্থীরা সব কিছুতেই পারদর্শী হয়ে উঠবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আখাউড়া টেকনিক্যাল আলিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফোরকান আহমেদ খলিফা, তারাগন সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ সেলিম শাহ, সমাজসেবী সৈয়দ আমান উল্লাহ আমান,আখাউড়া পৌর যুবলীগের সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া প্রমুখ।

পরে দুপুর সাড়ে ১১টায় দেবগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় ও সাড়ে ১২টায় রুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান বই উৎসবে যোগদান করেন।

দেবগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর, দেবগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহমুজ আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, স্থানীয় কাউন্সিলর বাবুল মিয়া প্রমুখ।

রুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভুইয়া ও ধরখার ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল বাছির প্রমুখ।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরজাহান বেগম জানায়, ব্যাপক উৎসাহ ও আনন্দের মধ্যদিয়ে আজ আখাউড়ায় বই উৎসব উদযাপন হয়েছে। উপজেলার সরকারী বেসরকারী প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে নতুন বই বিতরণ হয়েছে। এই উৎসবে ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহন করে।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!