ব্রেকিং

x

আখাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

শুক্রবার, ০১ ফেব্রুয়ারি ২০১৯ | ১০:৫৯ অপরাহ্ণ

আখাউড়ায় এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সারাদেশের মত আগামীকাল ২ ফেব্রুয়ারী শনিবার থেকে আখাউড়ায় এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবার আখাউড়া উপজেলার ১৬টি উচ্চ বিদ্যালয়, ৬টি মাদ্রাসা, ১টি টেক্সাটাই ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ২৩৫৫ জন শিক্ষার্থী এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহন করছে।


এদিকে আজ শুক্রবার সকল এসএসসি পরীক্ষাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান।


উপজেলা প্রশাসনের ফেসবুক আইডিতে দেয়া এই শুভেচ্ছা বার্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান সকল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, প্রিয় পরিক্ষার্থী, তোমরা শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিতে যাচ্ছ। এ পরীক্ষা সুন্দরভাবে শেষ করা জরুরি কারণ বিগত দুই বছরের বেশি সময় নিয়ে তুমি এটার জন্য প্রস্তুতি নিয়েছ।

পরীক্ষা নিয়ে সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান আরো বলেন,
– পরীক্ষার আগের রাত্রে অবশ্যই তাড়াতাড়ি ঘুমাবে কারণ পরীক্ষার সময় মাথা ঠান্ডা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
– পরীক্ষার দিন বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই প্রবেশপত্র দেখে নেবে,সাথে কলম,পেন্সিল,রাবার,ঘড়ি ও স্কেল।
– মোবাইল ফোন অবশ্যই বাসায় রেখে আসবে কারণ এটি তোমার জন্য বিপর্যয় বয়ে নিয়ে আসতে পারে।
– চেষ্টা করবে পরীক্ষার একঘন্টা পূর্বে কেন্দ্রে আসতে তাহলে মাথায় তাড়াহুড়ো থাকবে না।
– নিজের আসন ভালোভাবে দেখে বসে যাও।
– পরীক্ষা শুরু হওয়ার সময় ভালোভাবে সেট কোড দেখে পূরণ করে নাও।
– অন্যের সাথে কথা বলা বা সাহায্য নেয়ার চেষ্টা করবে না কারণ এটি অনৈতিক কাজ ও তোমার পরীক্ষার জন্য বিপর্যয়কর হতে পারে।
– প্রশ্ন ভালোভাবে পড়ে তারপর উত্তর দাও। লেখা শেষ হবে আরেকবার দেখে নাও কোথাও ভুলভ্রান্তি আছে কিনা? প্রশ্নের নম্বর অবশ্যই ঠিকমতো লিখবে।
– প্রশ্নের উত্তর না জানলে অস্থিরতার কিছু নেই, যে প্রশ্নের উত্তর বেশি জানা আছে সেটির উত্তর দাও।
– লেখা শেষ করে সুন্দরভাবে খাতা কক্ষ পরিদর্শকের নিকট জমা দাও।

শেষে তিনি বলেছেন, পরীক্ষার ফল কেমন হবে তার চেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা ভালোভাবে শেষ করা কারণ এইচএসসি পরীক্ষায় আবার ভালো করার সুযোগ পাওয়া যাবে। জীবনের চেয়ে পরীক্ষা বড় নয়, পরীক্ষায় যেকোন ফলাফল করেও ভালোমানুষ হওয়া যায়, মানবসেবা সমাজের যেকোনো অবস্থান থেকেই করা যায় আর সেটিই জীবনের স্বার্থকতা বলে

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!