ব্রেকিং

x

আখাউড়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পন

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

আখাউড়ায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুষ্পস্তবক অর্পন

আখাউড়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, পৌরসভা, আখাউড়া থানা, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন, জাতীয় পার্টি, আখাউড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান।



আজ একুশের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে প্রথমে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামানসহ উপজেলা প্রশাসনের পক্ষে আখাউড়া শহীদ স্মৃতি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সবশেষে আখাউড়া পৌরসভা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে একে একে আখাউড়া থানা ও রেলওয়ে থানার পক্ষে পুলিশ কর্মকর্তা ও সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা আওয়ামীলীগ, উপজেলা মহিলা আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, আওয়ামীলীগের বিভিন্ন সংগঠন, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

পরে আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, সাব-রেজিস্ট্রি অফিস, আখাউড়া পৌরসভা, আত্মীয়, শিক্ষক সংগঠন, স্কুল, কলেজসহ বহু সংগঠন ও প্রতিষ্ঠান শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

একুশের প্রথম প্রহরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম ভুইয়া, সেলিম ভুইয়া, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফুল আমিন, আখাউড়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ড. এডভোকেট আব্দুল্লাহ ভুইয়া বাদল,  সাধারন সম্পাদক কাজী নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পিয়ারা বেগম পিওনা,  উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মমিন বাবুল, আমেরিকার ফ্লোরিডা আওয়ামীলীগের শ্রম সম্পাদক নেছার আহাম্মদ খলিফা, পৌরসভা যুবলীগের সভাপতি মনির খান ও সাধারন সম্পাদক আবু কাউছার ভুইয়া, আখাউড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুটন বনিক, সাধারন সম্পাদক নুরুন্নবী ভুইয়া, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মো:সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক সমীর চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, সাংবাদিক রাকিবুল ইসলাম, জহিরুল ইসলাম সাগর, জালাল হোসেন মামুন, মোজাম্মেল ভুইয়া প্রমুখ।

আখাউড়ানিউজ.কমে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, ভিডিও চিত্র, কপিরাইট আইন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।

Development by: webnewsdesign.com

error: Content is protected !!